হাসি
সুশান্ত সেন
তারা ভাবতেন নিষ্ঠুরতা শক্তির প্রদর্শন,
যুদ্ধে অন্য পক্ষের সৈনিকদের কাটা হাত
তারা রাজধানীতে প্রদর্শনের জন্য
নিয়ে যেতেন।
একটি যুদ্ধের শেষে রাজা তৃতীয় টাহুটিমেস
বিরাশি'টি কাটা হাত
বিজয়ী চিহ্ন হিসাবে এনেছিলেন।
সেই নিষ্ঠুরতা জানত মুষ্টিমেয় লোক।
এখন আমরা আরো নিষ্ঠুর
ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলায়
আহত ও নিহত'দের চিত্র
সরাসরি পৃথিবী জুড়ে নানা মাধ্যমে
ছড়িয়ে দিতে থাকি ।
ফ্যারো'রা মমির ভেতর হাসতে থাকেন।
-------------------------
সুশান্ত সেন
৩২বি, শরৎ বোস রোড কলিকাতা ৭০০০২০

Comments
Post a Comment