ভালোবাসার মৃত্যু
জয়নাল আবেদিন
মাথার ওপর সূর্য এখন বেশ কিছুটা
নিচে নেমে এসেছে মনে হয়,
যে চিলটা দুপুরে খাবারের সন্ধানে
আমাদের বাড়ির সীমানা প্রদক্ষিণ করত
সে এখন আর ঘোরেরে না।
সম্পর্কের বেষ্টনী এখন সুদূর অতীত
কচু পাতার জল গড়িয়ে পড়েছে,
ভালোবাসার মৃত্যু ঘটেছে দিনের আলোয়
মিথ্যে এ সাজানো সংসার।
চাতক আর মেঘ হোক- মেঘ হোক
আকাশ ঘুরে ঘুরে চেঁচায় না,
এখন বড়ই ক্লান্ত লাগে
মুঠো হাত খুলে গেছে এখন।
সৌজন্যের বাতাবরণে সাজানো সম্পর্ক
পাশাপাশি অবস্থানে- শতযোজন ফারাক
এভাবেই বেঁচে আছে ক্লান্ত দিনগুলো
চির ঘুমের অপেক্ষায় প্রহর গুনে...
----------------------------------------
জয়নাল আবেদিন
শাঁক পুকুর মাঝের পাড়া
বজ বজ, দক্ষিণ ২৪ পরগনা
কোলকাতা -৭০০১৩৭

Comments
Post a Comment