নীরবতা
বিপ্লব নসিপুরী
নীরব হয়ে বইছে যারা সংসারের ভার
নীরব হৃদয়ে তাদেরও বাজে বেদনার তার।
কখনো ছিন্ন হয় কখনো হয়ে যায় ঢিল
ঘেমো মাংসের গন্ধে ঝাপিয়ে পড়ে চিল।
নীরবে আত্মসমর্পণ কিংবা ডানার ঝটপটানি
এতবড় আকাশ তবু পাখির ঠিকানা জোটেনি।
নীরব শুধু নীরবের ভাষা নিয়ে বেঁচে তারা
একাকীত্ব জীবনের কী মানে সঙ্গী ছাড়া।
লক্ষ্য বাঁধে লক্ষাধিক ভ্রষ্ট হয় ততধিক
ঝলমলে রোদে বালিকণা করে চিকচিক।
দুখের সাগরজলে জীবন ডিঙি হাবুডুবু
আশীর্বাদপুষ্প পড়ে না ঝরে, নতজানু
শ্রান্ত ক্লান্ত রবি নিশ্চুপে ঘরে ফেরে
নীরবে স্নিগ্ধ শশী চলেছে গগন নীরে।
নীরবে তারাসম বিদায় নেয় কত কায়া
নিরন্তর নীরবে জন্ম নেয় নব নব মায়া।
===========
বিপ্লব নসিপুরী
গ্রাম পোস্ট শীতলগ্রাম
জেলা-বীরভূম
পিন-৭৩১২৩৭

Comments
Post a Comment