কবিতা ।। পরিভ্রমণ।। দীপঙ্কর সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। পরিভ্রমণ।। দীপঙ্কর সরকার


পরিভ্রমণ  

দীপঙ্কর সরকার 


একা একা এতটা পথ কাশ্মীর থেকে কন্যা
কুমারী, হিমালয় থেকে উড়ে আসা হাওয়া
তোমার বিস্রস্ত চুলে বিলি কাটে। উদাস 
উদাস চোখে চেয়ে দ্যাখো নদীতে ঢেউ লাগে। 
পাথুরে মাটিতে ফোটে ফুল, অদূরে কোথাও 
ভায়োলিন বাজে। সুরের আকাশে শিহরিত 
আলো হেঁটে যায় ক্রমশ জোরালো। ছায়া মেঘ
জমে ঈশান কোণে বর্শা ফলকে বিম্বিত যেন 
শাণিত অক্ষর রাগে অনুরাগে। আর তুমি 
রণপায়ে এতটা পথ একা একা হেঁটে যাও
গন্তব্য পেরিয়ে... 


==============

দীপঙ্কর সরকার 
কাঁঠাল পুলি 
(সিংহের হাটের কাছে) 
চাকদহ 
নদীয়া 
৭৪১২২২
 
চিত্রঋণ : pintarest



No comments:

Post a Comment