অভাব ।। বনলতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

অভাব ।। বনলতা

নবপ্রভাত


অভাব 

বনলতা


অভাব,

হ্যাঁ, একজন মানুষের অভাব।

অভাব আমদের সমাজের। 

অভাব আমাদের আশা - আকাঙ্খার। 


সমাজ আজ জর্জোরিতো, কিছু সুবিচার এর অভাবে। 

মানুষ আজ নিপিড়িতো কিছু সুক্ষ্ম মনুষ্যত্ব র অভাবে। 

প্রকৃতি আজ লাঞ্ছিত আমাদের পর্যবেক্ষণ-এর অভাবে। 

নারী আজ নির্যাতিতো কিছু সুপরিকল্পনার অভাবে।

আর পুরুষ যে আজ অসম্মানিতো সমাজ এর দৃষ্টান্তে-র অভাবে। 


প্রেম যে বিলাশবহুল আজ, 

কিছু আবেগ এর ওভাবে। 

অঙ্কের কথা সব নিমিত্ত, 

শুধু তুলা যন্ত্রের অভাবে।

আমর শহর আজ কেঁদে বেড়ায়, 

শুধু স্বস্তির অভাবে।

আমাদের সময় বড়ো দামি, 

কিছু কথা বোঝার ওভাবে। 


অভাব আজ বিরাজমান আমাদের সজ্ঞান-তার ভান্ডারে। 

আমার বিশ্বাস আজ খান খান অভাবের আধারে। 

ওই দেখা যায় খেচোর আজ, খাদ্যের অভাবে। 

আমরা যে আজ স্বার্থপর, 

কিছু পাওয়ার আশায়।


সব কিছু তাই নিপাত যাক, 

কিছু অভাব না হয় দুরেই থাক।

সঙ্গে থাকুক কিছু পুরানো ম্সৃতি। 

এবার না হয় মানুষ নাই হোলাম,

মনুষ্যত্ব আমি তোমায় দিলম। 

তবুও হোক শূন্য,

আমাদের দূরত্বের অভাব।

পূর্ণতা পাক সব আশা - আকাঙ্খা।

চলো এক হোই মোরা। 

নিপাত জাক সব শর্ত আজ, 

আমরা হোলাম না হয় ব্যর্থ। 

চেস্টা যে আজ শীর্ষে মোদের,

শুধু চাই না কোনো শর্তো।


No comments:

Post a Comment