আন্তর্জাতিক শ্রমিক দিবস
মো. নজরুল ইসলাম
পহেলা মে শ্রমিক দিবস
বিশ্ব জুড়ে খ্যাতি,
কৃষক শ্রমিক মজুর দলের
আট ঘন্টা শ্রম নীতি।
আঠারোশ ছিয়াশি সাল
শিকাগোর হে শহর,
দানব বুলেট পাসরি নেয়
রক্তে ভেজা নগর।
তাদের লড়াই বিফল হয়নি
শ্রমের আইন গড়ে,
শাসন নামে শোষণ নীতির
ভীতটা নাড়ায় মরে।
মাথার ঘামকে পায়ে ফেলে
এই সভ্যতা গড়তে,
দেশ ও দশের সুখে দুঃখে
খুশির দোলা চড়তে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস
পালনে রঙ মাখছে,
শ্রমিক জাতির মেরুদণ্ড
তার খবর কে রাখছে?
==============
মো. নজরুল ইসলাম
গ্রাম - তিনচৌদিয়া
ডাকঘর - পোমরা - ৪৩৬০
উপজেলা - রাঙ্গুনিয়া
জেলা - চট্টগ্রাম
বাংলাদেশ
Comments
Post a Comment