মায়ের মমতা
রাফেল ইসলাম
কষ্ট করে জন্ম দিয়ে
দেখায় পৃথিবীর আলো,
জীবন যুদ্ধে লড়াই করে
বাসে আমায় ভালো।
একটু চোখের আড়াল হলে
অস্থির হয় বেশ,
সামনে পেয়ে জড়িয়ে ধরে
হয় না খুশির শেষ।
কঠিন যখন অসুখ হতো
সর্বদা থাকতো পাশে,
ঈশ্বরের কাছে প্রার্থনা করে
সুস্থ হলে হাসে।
দুঃখে থাকলে পাশে এসে
আগলে রাখে বুকে,
স্নেহের পরশ পেয়ে আমি
থাকি পরম সুখে।
মা যে আমার তপ্ত রোদের
শীতল বটের ছায়া,
কচি ধানের ক্ষেতের মতো
ভীষণ রকম মায়া।
এই জগতে " মায়ের মমতা "
সবার চেয়ে সেরা,
তাঁর আদরে যত্নে মানুষে
আমার জীবন গড়া।।
===============
নাম-রাফেল ইসলাম।
গ্রাম-বাগান বেড়িয়া (বিড়লাপুর)
পোস্ট-চককাশিপুর।
থানা-নোদাখালি।
জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর-৭৪৩৩১৮.
Comments
Post a Comment