অভিমানিনী
বিকাশ আদক,
বদলে ফেলো চোখ, আগুনটা সরিয়ে দাও।
ঘরফেরা বকের পাখায় চারিদিক নিঃশ্চুপ হয়ে আসবে,
চোখের কাজল জুড়ে ছায়া ঘনাবে- দূরে পেঁচার ডাকে।
সারাদিনের ব্যস্ততা, পায়ে পায়ে ঘুম...
বাকি ফরমাসটুকু সেরে শষ্যায় হেলান।
জানালার পাশে দূরের আকাশে পূর্ণিমার চাঁদ,
ক্লান্তি হাঁটে, জড়িয়ে পড়ে মায়ায়।
নিঃশব্দ আর জোছনা একাকার
উদাসীন হয়ে পড়বে মন, নিষ্পলক চোখ।
জোছনার সাম্পান বেয়ে....
ঠিক আমায় খুঁজবে, অনেকদূরে হারিয়ে,
পাষাণ হৃদয় ঝর্ণা হয়ে চোখের কোণ ভিজিয়ে,
তিরতির করে ঠোঁট দু'টো ছুঁয়ে বলবে,-
আমি আছি, বেঁচে আছি, তোমায় জুড়ে।
অঙ্গীকারে আজও বাঁধা আমি।
নিথর শরীর, অভিমানে বুক ভারাক্রান্ত,
ছলাৎ ছলাৎ শব্দে ফেরারী তরী'র বাতাস লাগবে
চোখ-মুখ জুড়ে,
চেনা নিঃশ্বাসের গন্ধে আকুল হয়ে উঠবে মন
শিথিল হয়ে পড়বে সব বাঁধন...
ঘনঘন নিঃশ্বাসের উষ্ণতায়
কতদিনের জমানো কথা, গুমোট ব্যথা-বেদনা
বলার জন্য মন ছটফট করবে,
অভিমানী শিরা, উপশিরা ফেটে ক্ষতবিক্ষত হবে
ঠিক আমায় খুঁজবে, অনেকদূরে হারিয়ে।
আমি সেই-
তোমার ওড়ার আকাশ, যেখানে-
তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি বিজয়িনী।
যেখানে তুমি তোমার মত সাজিয়েছিলে সবকিছু
ভালোবাসা আর যত্নের অক্ষরমালায়।
স্বপ্নকে পরশপাথর দিয়ে সূর্য এঁকেছিলে,
সাতরঙে, সাতকাহনে।
দক্ষিণের বারান্দায় সুদূর খোলা মাঠ;
আজ শুধু বাতাসে কান পাতি-
একদিন ঠিক মাঝির ডাক শুনতে পাবো শব্দের ভেতর,
তারপর-, চাঁদ হবো পূর্ণিমার।
তোমার কপোল চুমিবো শতজনম ধরে, অঙ্গীকারে।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বিকাশ আদক
গ্রাম - ধর্ম্মপোতা
পোষ্ট - কল্লা, থানা - চন্দ্রকোনা
জেলা - পশ্চিম মেদিনীপুর
পিন -৭২১২০১
Bikash Adak
Sent from RediffmailNG on Android
=========================================================
Better Some Tabs. For You
1.
Samsung Galaxy Tab A 10.1 (10.1 inch, RAM 2GB, ROM 32GB, Wi-Fi-Only), Black
Deal Price: Rs. 12,499.00
Extra 10% direct off on SBI Card (20-23 Jan, 2021)
For Details CLICK HERE
Lenovo Tab M10 HD Tablet (10.1 inch, 2GB, 32GB, Wi-Fi Only) Slate Black
Samsung Galaxy Tab A7 (10.4 inch, RAM 3 GB, ROM 32 GB, Wi-Fi-only), Grey
Deal Price: Rs. 16,999.00
Extra 10% direct off on SBI Card (20-23 Jan, 2021)
For Details CLICK HERE
=======================
========================


Comments
Post a Comment