ঠিকানা যদি জানতে না পারো-
ভেবো আমি নেই,
একদিন খুব করে ডেকেছিলাম
তুমি ফিরেও তাকাওনি;
আকাশটাকে সেদিন
হাতের মুঠোয় টেনে
মনকে শক্ত করে বেঁধেছিলাম
তাই -কোনো প্রতিক্রিয়াও হয়নি।
আসলে কেউ জানে না,
জানতেও পারেনি
আমার কষ্টটা ঠিক কোথায়?
আমি শুধু উদাস হয়ে বসে থাকতাম
তোমার পথের দিকে চেয়ে,
যখন বুঝলাম, সময় হয়েছে
তুমি আমার কাছেই ফিরছো;
তখন মুঠো খুলে দিলাম
আমি আর-
অপেক্ষা করতে পারলাম না।
_____
নাম-সাথী মন্ডল
ঘোষপাড়া 3 নং ওয়ার্ড
কল্যাণী, নদীয়া
পিন নম্বর-৭৪১২৩৫
ফোন নম্বর-৯১৬৩৮৭৮১১৪

Comments
Post a Comment