চণ্ডালীয় সংলাপ
জীবনকুমার সরকার
দিনের পৃষ্ঠা থেকে কখনও কখনও নেমে আসে তীব্র উত্তাপ
চৈত্রের দাবদাহের মতো ফোটে বজ্রমুষ্ঠি হাত
আর অবহেলিত জীবনের পালক, ঠোঁট, গ্রীব্রা
মনুর বিধান থেকে এখনও উঠে আসছে চাপ চাপ অন্ধকার
দুর্বোধ্য রাতের শিয়রে দাঁড়িয় এখন দেশ।
লড়াইয়ের হাতুড়ি ওঠে আর নামে মস্তিষ্কে বারোমাস
ঝিঁঝিঁপোকার অনির্বাণ আলোয় ফোটে চণ্ডালজীবন
মনের রঙে নরক আঁকছে আমাদের দেশ
পিছোতে পিছোতে আর কোনো দেওয়াল রাখেনি পূর্ব পুরুষ
সামনেই একমাত্র আমাদের পথ -----
সোজা হয়ে দাঁড়ানোর চেয়ে ভালো ইতিহাস নেই
হে অন্ত্যজ ধরিত্রী, আমাদের তা আছে টলোমলো
বিপ্লবের কলাবিদ্যা শিখিনি বলে নীল বিষ ঢালতে অপারগ
হাহলেও জ্বলে উঠতে আমরা সক্ষম
কীসের ভয় দেখাও দানব?
দেশের কল্যাণে আমরা এখনও সরল রাস্তায় হাঁটছি
আমরা বুক ভ'রে শ্বাস নিচ্ছি
সামনে এগোবই -----------
আমাদের ঢের উপাসনা বাকি


Comments
Post a Comment