কবিতা।। স্বীকারোক্তি।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা।। স্বীকারোক্তি।। প্রতীক মিত্র


স্বীকারোক্তি 

 প্রতীক মিত্র


মিথ্যেগুলো পুরোনো ঠেকে।
দিন কিছু এমন যায় অনাবৃত।
জৈবিক কিছু টান কিছু শিখে রাখা ভান…
বাসস্টপে সওয়ারিরা সব স্থির।
তারপর গুটি কয়েক পা ফেলে
আলো থেকে অন্ধকারে ফিরে গেলে
প্রবৃত্তির সহজ প্রমাণ।
হৃদস্পন্দনের ধুকপুকে
একটা ক্যানভাস অনবরত
প্রাণে-রক্তে-গন্ধে গভীর।
আমি এসব থেকে দুর
তাৎপর্য না পেলে
না হয় উদ্ভটের জাদুর
দিকেই ধরা ধৈর্য্যের সবটুকু তিমির।
কাঁচের কাছে অবসাদে ঠকে
চোখের আলোয় টুকরো উড়ান
আর যে টুকু খাপছাড়া আখ্যান
সময়ের বাঁকেও সইছে ক্ষত।
বাকি প্রসঙ্গ বন্ধ চাবির,
মিথ্যেগুলো পুরোনো ঠেকে
দিন কিছু এমন যায় অনাবৃত।
 
------------
 



প্রতীক মিত্র

কোন্নগর,হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত
ফোন: 8902418417



































































 

No comments:

Post a Comment