আড়ি-আড়ি-আড়ি…
সুমিত মোদক
তোর সঙ্গে আড়ি ;
আড়ি-আড়ি-আড়ি…
আজ আর তোর সঙ্গে খেলবো না যা .…
সেদিন গুলি এই অর্ধেক জীবনে এসে
আবার খুঁজে নিতে চাচ্ছি ;
খুঁজে পেতে চাচ্ছি কেবলমাত্র তোর জন্য ;
তুই তো আমার ছেলেবেলার বউ ,
রূপকথার সেই রাজকুমারী ;
তোকে নিয়ে উড়তে পারি পক্ষীরাজের ঘোড়ায় ,
যেতে পারি সাত সমুদ্র , তের নদী পার …
অথচ , তুই কত সহজে ভুলে গেছিস আমাদের ছেলেবেলার দিন গুলি ,
আমাকে …
আমি তো কোনদিনের জন্য কিছুই ভুলতে পারিনা ;
ভুলতে পারিনা তোর আলতা রাঙা পা ,
অন্যের বউ হয়ে চলে যাওয়া ,
চোখের জল ;
সেদিনটি আজও আমাকে ঘুণ পোকার মতো কুরে কুরে খায় ;
কেবল থেকে গেছে তোর দেওয়া সেই বউ পুতুলটি ,
সেটি মাঘী পূর্ণিমার রাতে তুই হয়ে ধরা দেয় ;
যে আমার সঙ্গে আড়ি দেয় , ভাব করে ;
ভাব আছে বলেই তো আড়ি দেয় ;
আড়ি-আড়ি-আড়ি …
ভাব-ভাব-ভাব…
এ সকল কথা আমার বউ , মেয়ে জানে ;
সবই জানে , সব , সব…
কেবল তুই জানলি না কোনও কিছুই কোনও দিনের জন্য ;
এবারের মাঘী পূর্ণিমার রাতে তোর সেই বউ পুতুলটা নিয়ে যাবো সাগরের ,
কপিলমুনির আশ্রমে ;
সেখানেই তোর সঙ্গে আড়ি দেবো ;
আড়ি-আড়ি-আড়ি …
ভাবটুকু কেবল আমার বুকের মধ্যে ধরে রাখবো সারাটা জীবন ধরে ।।
–––
=========================================================
Better Some Tabs. For You
1.
Samsung Galaxy Tab A 10.1 (10.1 inch, RAM 2GB, ROM 32GB, Wi-Fi-Only), Black
Deal Price: Rs. 12,499.00
Extra 10% direct off on SBI Card (20-23 Jan, 2021)
For Details CLICK HERE
Lenovo Tab M10 HD Tablet (10.1 inch, 2GB, 32GB, Wi-Fi Only) Slate Black
Samsung Galaxy Tab A7 (10.4 inch, RAM 3 GB, ROM 32 GB, Wi-Fi-only), Grey
Deal Price: Rs. 16,999.00
Extra 10% direct off on SBI Card (20-23 Jan, 2021)
For Details CLICK HERE
=======================
========================

Comments
Post a Comment