ছড়া ।। ছুটি ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

ছড়া ।। ছুটি ।। সাইফুল ইসলাম

 

ছুটি

 সাইফুল ইসলাম


ভারী মজা ভারী মজা
        আজ আমাদের ছুটি,
পড়াশুনা ফেলে রেখে
        কেবল মজা লুটি।
আজকে শুধু খেলাধুলা
        পুতুল,লুকোচুরি, 
মাঠে ঘাটে বন বাদাড়ে 
       সবাই মিলে ঘুরি। 
আয়রে মধূ,আয়রে যদু
      আয়রে সবার সনে,
মাঠের পানে সরষে ক্ষেতে
      নকল বনভোজনে। 
আয়ষা হবে ভোজ রাঁধুনি
      উনুন পাশে বসে,
শিল নোড়াতে মসলা রেখে
     শ্যামলী দেবে পিষে। 
ধুলো বালির কোর্মা পোলাও
     গপ গপা গপ খেয়ে,
নাচব মোরা তাধিন তাধিন
     এমন ছুটি পেয়ে। 
রাতে আবার বইয়ের গুঁতো
      পড়তে হবে ছড়া,
কান টানবেন মনোজ বাবু
     ভীষণ উনি কড়া। 
---------------------------------------------

সাইফুল ইসলাম
বর্দ্ধন পাড়া,বীরভূম
ফোন-৯৬৪১৭৭০০১৯
----------------------------------------------------      



 

No comments:

Post a Comment