এ এক কঠিন সময়
অন্ধকার হতে আরও অন্ধকারে
নিমজ্জিত শব্দ সব শব হলে
কোথায় রাখি তোমাকে,কবিতা কল্পলতা?
আজ অজাগর থাকে যদি
প্রিয় শব্দমালা, তুচ্ছ করে দেখ
যদি যত অন্তর্জ্বালা,
বেহিসাবি ফানুস শুধু একমুঠো ছাই
যেদিকে উড়ায়
সেই দিকে, এস, ফাগুনা বাতাস হোক
আজ
এই কঠিন সময়....
-----------------+++++------------------
সুদীপ চৌধুরী, পোস্টঃ প্রধান নগর, জেলা ঃ দার্জিলিং, শিলিগুড়ি ঃ ৭৩৪০০৩, দূরভাষঃ ৮০০১৩৯১৬৮২


Comments
Post a Comment