কবিতা ।। একটা পেরেক আর ।। সাত্যকি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। একটা পেরেক আর ।। সাত্যকি


একটা পেরেক আর... 


তীব্র গতিতে চলছে একটা যাত্রা 
লক্ষ্য নির্দিষ্ট,তুমি দেখতে পাচ্ছো তাকে 
সে তোমার থেকে এখন অনেকটাই দূরে 
তবুও তুমি দেখছো 
যেহেতু তুমি যাত্রী 
যেহেতু নির্দিষ্ট স্থানে পৌঁছাবে,তাই 
তোমার চোখে একটাই ছবি,যাত্রা শেষের 
তুমি ধরে নাও সওয়ার হয়েছ সাইকেলে 
কোনোদিকে তাকাচ্ছো না, আর কিছু দেখতেও পাচ্ছো না 
রাস্তাও দ্রুত তোমার জন্য খুলে দিচ্ছে বাহু
শুধু ছুটে চলা ছাড়া অন্য গদ্য এখন রচিত হচ্ছে না 
এইখানে এই উজ্জ্বল যাত্রার মাঝে একটা পেরেক 
হ্যাঁ, একটা পেরেক সাইকেলের চাকায় 
আর দ্রুত সরে যাচ্ছে শেষের ছবির দৃশ্য 
চোখের থেকে মুছে যাচ্ছে নির্দিষ্ট ইশারা 

=====================
 
 

                             -------------

সাত্যকি 
c/o-প্রদ্যুৎ দাস
ঋষি অরবিন্দ সরণি , 
সরকার বাগান
উত্তর পূর্ব -ন পাড়া 
পোস্ট -ন-পাড়া 
থানা -বারাসত 
জেলা -উত্তর 24 পরগনা 
কলকাতা -700125।
মো: 7278107288।

 

No comments:

Post a Comment