ছড়া ।। দেশের গাঁ ।। শ্যামাপদ মালাকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

ছড়া ।। দেশের গাঁ ।। শ্যামাপদ মালাকার

দেশের গাঁ

শ্যামাপদ মালাকার


ঐ-যে রাখাল হারিয়ে সকাল
পুড়িয়ে ললাট ভীড়ছে গোপাল
যেথায় হাঁকে
জননী তাকে
উড়ছে দেখে সাঁঝের সাঁজাল

সেথায় আমার জন্ম রে ভাই
প্রাণখুলে কই শরম যে-নাই
পল্লী-পিয়াল
ঝিল্লী হিয়ায়
মাঠ-নদী-বন সঙ্গী আমার

নিখিল দেশের সকল স্মৃতি
স্বপন গাঁয়ের পল্লীগীতি 
যা-রে শুনে
শীরিষ ছায়ে
বেণুর বীণে রাশি রাশি

বিলের ধারে ডুমুর ছায়ে
গাঁয়ের বধূ কুমুদ ঘাটে
কাড়বে পরাণ
দূরের আজান
লালমাটির ঐ বাঁকা পথে 

যদিও মোদের বিচুলি উঠোন
লঘু নয় গুরু খুঁটির বাঁধন
অরুণ তাপে
ঝড়ের মুখে
অবিরাম উড়ে বিজয় কেতন

আজও ঠাম্মা জাগছে রাতে
রুপ কথাটির পিঁজরে বসে
পাড়ায় যে ঘুম
ছিনিয়ে সে চুম
সাত সাগরের ওপার থেকে
 
------------------- 
 
 
 
 ফোন- ৯৬৩৫৬৩৭১৭১



 

No comments:

Post a Comment