কবিতা ।। অমানবিক ।। পূজা পাত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, January 17, 2021

কবিতা ।। অমানবিক ।। পূজা পাত্র


অমানবিক

 পূজা পাত্র 


বড় অমানবিক তুমি
বসন্ত তোমায় স্পর্শ করে না
বসন্তের আগমনে তুমি 
ভাবুক হও না , পাতা ঝরা 
গাছে ফুল দেখে তুমি 
গুনগুন করো না, জানো 
বড় মানবিক তুমি। 

শীতের মত বড্ড রুক্ষ তুমি। 
আচড় কাটো বারংবার 
তবু কখনো ভালোবেসে কই
ক্রীম তো মাখিয়ে দাওনা 
ঝড়া পাতা দেখে কই মনে তো 
করো না আমাদের শেষ বসন্তের 
বড় অমানবিক তুমি। 

হেমন্তের মত বড় অদৃশ্য 
তুমি, কখন আসো কখন 
চলে যাও ধরাই দাও না, 
কেনো এতো ছাড়া ছাড়া ভাব 
তোমার? কেনো বিস্মৃত করো 
স্মৃতিকে? কেনো তোমার উপস্থিতি 
বুঝিয়ে দাও না কাউকে 

শরৎ এর মেঘ তুমি দেখো না 
কাশ ফুল চেন না, শিউলির 
গন্ধ পাও না, আকাশের দিকে 
তাকিয়ে মেঘের ক্যানভাস দেখ
না, আমার মুখখানিও খোঁজ না 
পুজোর আমেজে ঢাঁকে-কাঠি 
শোনো না , বড় অমানবিক তুমি। 

তুমি একেবারে বর্ষার মতই 
নিঃশব্দে এসে কেমন ভিজিয়ে দাও  
ক্ষণিক পরেই আকাশ শুন্য 
মেঘের আড়ালে কিরণমালা। 
আবার কালো মেঘ ঘনিয়ে আসে 
আবার তুমি আমায় ভিজিয়ে দাও 
তখন তুমি সত্যি বড় অমানবিক। 

কী অসহনীয় তাপ তোমার 
বড় উজ্জ্বলতা ওই চোখে 
তপ্ত হতে চাইলেও কেমন যেন
শীতলতা দাও তুমি, ঝড়ের বেগে 
ছুটে এসে উড়িয়ে নিয়ে যাও আমায়। 
এক অন্য জগত, অন্য কাল সাথে 
কেবল অমানবিক তুমি আর আমি। 
 
------------- 
 
 
পূজা পাত্র, 
বৈদ্যবাটি বৈদ্যপাড়া জে. এন. গুপ্ত লেন,হুগলি, 712222, 





 

No comments:

Post a Comment