কবিতা- নিসর্গ নির্যাস মাহাতো - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা- নিসর্গ নির্যাস মাহাতো


সমীকরণ


আসলে গজল প্রিয় আমি
তাই ঘুঙুরে আপন করে
সে রেখেছে চোরা অভিমানে
দেখা হয় কোন এক বার্ষিকী দিনে
অশ্রুর নোটেশনে সুর বেঁধে
চোরা স্রোত গেয়ে ওঠে
"ও নেহি মিলা তো মালাল কেয়া
জো গুজার গেয়া সো গুজার গেয়া"

=================

- নিসর্গ নির্যাস মাহাতো
মেদিনীপুর

৮৩৭৩০৩৯০৮৩