কবিতা ।। মঞ্জীর বাগ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা ।। মঞ্জীর বাগ

ভাত পরী

হরিন চোখের শ্যামল জলপরি ভাঙে অশান্তির মাঠ ।
তার কথা বলতে বলতে গোবর নিকানো উঠানে নিভাত ঘ্রাণ 
চালের সঙে মিশে থাকা কাঁকর জানে সময় হয়নি এখনো 
পৌষের নবান্নের ঢের দেরী
এলো চুলে কলম লূকিয়ে রেখে,অপুষ্টকালো ধান বলে,উনুনের কাঠের আগুনে জ্বলে স্বপ্ন
তবু মাঝরাতে চাঁদ ডাকে আয় আয়...
খুকুমনি তোর জন্য স্বপ্ন বোনা গান! হায়!

তিন পৃথিবীর  বুক চিরে উড়ন্ত সাদা কাগজ
দুঃখ  আষাঢ়ের  দিনে  পিঁড়ি পেতে বোস
সিঁদুর জীবনের ভাত ব্যথা ছিনে সোনামোনি
এক আঁচলজ্যোৎস্নায় লিখে যাবে জীবন কাব্যব্যথা

কাশফুল গান


সুর যেন মায়াময় চাদর।
আবিষ্ট ঢেকে থাকা জলের অতলে
এমন মোহময় ডুব কেবল ডুব,ডুবতে থাকা
প্রাণময় গান, এসো হে কাশফূল
দুধারে ফুটে থাকা একগোছা শুভেচ্ছা নীলপাতা
দ্রিমদ্রিম করে বাজতে থাকা দুর্গা দালানের ঢাক
লাল গামছা মাথায় বাঁধা, ঢাকি ঢাকের তালে
আমাদের  দুর্গাদালানে আরতি,ধোঁয়াধূপ শাঁখ
শশ্মাণ মশান সেরে বুজে যাওয়া ঘাটে বেনে পুতুলের গান
প্রতি পূূজোয় মিশে থাকে অমৃতময় কৈশোর ঘ্রাণ


==================

মঞ্জীর বাগ
মালঞ্চ আবাসন 
কাঁথি পূর্ব মেদিনীপুর 
721401
মোবাইল  9733906678