ছড়া ।। তরুনার্ক লাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

ছড়া ।। তরুনার্ক লাহা



                     

         বদলা

                        

রাত্রি তখন ঠিক  বারোটা
চারদিক ঢাকা ঘোর আঁধারে
ভূত ছানারা কাঁদতে  থাকে
খুব দূরে নয় ,এই ছাঁদারে।
সেইখানে এক বটগাছেতে
দেশের যতো ভূত সকলে
রাতের বেলায় ঝুলতে থাকে
থাকে না আর সকাল হলে।
এদিক ওদিক যখন যাবে
আসবে নাকে বোঁটকা গন্ধ 
আসবে বমি ঘুরবে মাথা
বন্ধ হবে নাসারন্ধ্র।
শুক্রবারে রাতের বেলায়
বটতলাতে যখন গেলাম
নাম ধরে কে ডাকছে আমায়
হঠাৎ  আমি শুনতে পেলাম।
আরে ওটা শাকচুন্নি যে
নাঁকি সুরে বলল, " তঁরুন
মাঁমদোটাকে কঁরতে খঁতম
ধাঁর দিঁতে তুঁই পাঁরবি নঁরুণ?
আঁমি নাঁকি দেঁখতে খাঁরাপ
নাঁকটা আঁমার চেঁপ্টা বোঁচা
এঁই অঁপবাদ শুঁনলে কিঁ ভাঁই
ভূঁত সঁমাজে যাঁয় কিঁ বাঁচা?"
সেদিন রাতে রেখে এলাম
চকচকে এক পাতলা নরুণ
জানি এবার মামদোভূতের
অবস্থাটা বড়ই করুণ ।

==============

তরুনার্ক  লাহা
বেলিয়াতোড় ,বাঁকুড়া