কবিতা : নারায়ণ প্রসাদ জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

কবিতা : নারায়ণ প্রসাদ জানা

গট আপ গেম



অসুরটা মা চালাক বেশি
বুদ্ধি বেশি শিবের থেকে
তুই মা বাপের বাড়ি এলে
অসুরটা তোর সঙ্গে আসে।
ভোলানাথের একা একা
কৈলাসেতে দিন কাটে ;
বাপের ঘরে উৎসবের দিনে
জামাই কেন ব্রাত‍্য থাকে?
অসুরটা খুব ফ‍্যাশানেবল্
বাজার ভীষণ চড়া তার
ফ্রেঞ্চকাট দাড়ির সাথে
নিত্য নতুন হেয়ারকাট।
তার সাথে এইট প‍্যাকের
ঠিক যেন এক ম‍্যাচো হিরো।
তোর ভোলা ভুঁড়িয়ালা
বাগছাল - বেঢপ  শরীর
তাই কি তুই ভোলাকে ছেড়ে
অসুরটাকে ধরায় আনিস ?
তাই তো আজ জগৎ জুড়ে
অসূরেরই বিজয় দেখি।
বছর বছর তুই কি -'মা'
গট আপের গেম খেলিস?
মর্ত‍্যভূমে তাইতো আজ
যুদ্ধ-যুদ্ধ খেলছে সবাই।
দশ হাতে অস্ত্র নিয়েও
অসুর শক্তির হয়না বধ !
যাওয়ার সময় এভাবে
অসুরটাকে দিসনা ছেড়ে,
কৈলাসেতে অসুরটাকে
রাখিস মা তোর কাছে বেঁধে।

 ===============
নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম+পোস্ট=হাঁসচড়া
জেলা-পূর্ব মেদিনীপুর
পিন:721625
মোঃ:9434128211.
তাং :8:10:19.