ছড়া ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2019

ছড়া ।। সাইফুল ইসলাম

খোকার রেলযাত্রা



কু-ঝিকঝিক কু-ঝিকঝিক
            চলছে রেলের গাড়ি,
খোকন সোনা মায়ের সাথে
            যাচ্ছে মামার বাড়ী।
নীল আকাশে মাখিয়ে দিয়ে
            কালো রঙের ধোঁয়া,
আকাশটা যে অনেক দূরে
            যায়না তারে ছোঁয়া।
জানালা দিয়ে দেখছে খোকা
            ঘুরছে পৃথিবী বনবন,
ঠান্ডা বাতাস লাগছে কানে
            মাথা করছে টনটন।
রাখাল বালক চরায় গোরু
           ফাঁকা মাঠের মাঝে,
থাকরে তোরা এই বেলাটা
          ফিরে আসবো সাঁঝে।
বসে আছে চুপটি করে
          তবুও কেন ছুটছে,
এদিক ওদিক চেয়ে চেয়ে
          ভারী মজা লুটছে।
------------------///--------------