কবিতা ।। অন্ধকার জগৎ ।। সুপ্রভাত মেট্যা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

কবিতা ।। অন্ধকার জগৎ ।। সুপ্রভাত মেট্যা

অন্ধকার জগৎ 

সুপ্রভাত মেট্যা 


রক্ত ঝরছে, 
অবিরত অন্ধকার জগতে, নিশুতি রাত। 
কার অঙ্গফুল ঝরে ভাসছে?
কোন সে আলোর নির্দেশে তুমি চুপ হয়ে থাকো সারাবেলা? সারাশরীর সন্ত্রাস, মৃত্যুর উচ্ছ্বাস। 
কোন বইয়ে দেখো লেখা আছে শ্মশান সরণি বেয়ে, 
লাশোপকুলের সহস্র ধারায় লাল হয়ে আছে জল! 
ও কী ফুলের স্তবক, 
তুমি সম্মান হেনে, পাথর কলোনিতে তুলছ? 
বেঁচে থাকা শিল্প নিয়ে, নগ্নতায় নারী যদি হয় শ্রেয়, 
তবে কী লাভ অশ্লীল ভাবাতে নিজেকে ফেলে 
দুষ্ট এই নিদারুণ টিকে থাকা শুধু? 
এও কি তলিয়ে যাওয়ার সমাপ্তি নিরিখে 
এক খণ্ড হিমের প্রবাহ নয়?

=============

সুপ্রভাত মেট্যা 
গ্রাম :- বলরামপুর 
পোষ্ট :- জয় বলরামপুর 
থানা :- তমলুক 
জেলা :-পূর্ব মেদিনীপুর 
পিন:- ৭২১১৩৭



No comments:

Post a Comment