কবিতা ।। পুরোনো কথা ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

কবিতা ।। পুরোনো কথা ।। প্রতীক মিত্র

 

পুরোনো কথা

প্রতীক মিত্র


পুরোনো কথা জাবর কাটার মতন ফিরিয়ে আনি।
প্রতিবাদে শ্যাওলা পড়ে যাবে না তো
যেহেতু আপোষের বেলায় আমরা বেজায় খানদানী।
ইতিমধ্যে কেউ কেউ বলছে থাকতে হবে সংযত
প্রয়োজনে মুখে মুখোশে শরীরে রাখতে হবে উৎসবের রঙ
যদিও আঘাত অসংখ্য পেয়েছিল একজন
হয়েছিলাম কিন্তু আমরা সবাই জবাই এবং আহত।
সিঁড়ির পরে সিঁড়ি রাখা পন্থার পর পন্থা অন্য
পোড়া সময় হল হন্তা যখন
বিবেকবোধে কিসের কার্পণ্য?
মানায় না। সেখানে ঝড় থাক অন্তহীন 
এবং সে যেন দেখতে চায় সুরঙ্গের ওধারের নিষ্পাপ  আলো।
বিচার পেলে তবেই সুদিন 
নইলে স্পন্দনে স্পন্দনে আগুন জ্বালো।
যে যা করে করুক ভুজুং ভাজাং
ধনুকের ছিলায় একবার যে লেগেছে টান
সেই তীর ছুটেছে দোষ করলে দোষীর সাজা হবে ভেবে;
সেই প্রতিবাদে শ্যাওলা পড়ে যাবে না তো স্বভাবে 
যেহেতু আপোষের বেলায় আমরা বড় খানদানী?
অগত্যা আয়নায় মুখোশ খুলিয়ে মুখ দেখানোর ন্যায় প্রথাগত
পুরোনো কথা জাবর কাটার মতন ফিরিয়ে আনি।




No comments:

Post a Comment