আগুনের পাখী হব
কাকলী দেব
ও মেয়ে, তোমার মুখ কই ?
একদিন ছিল, আজ আর নেই।
পাঁচ হাজার বছর ধরে মার খেতে খেতে
মুখের সমস্ত ভঙ্গিমায়, কালি মাখতে মাখতে
ওদের আঁচড়ে, কামড়ে ক্ষতবিক্ষত হতে হতে
আজ আর আমার মুখ নেই।
মেয়ে, তোমার শরীর ও তো নেই !
একদিন ছিল, আজ আর নেই।
সভ্যতার শুরু থেকেই শরীরের ওপর অত্যাচার
ব্যবহৃত হতে হতে, ভেঙে গুঁড়িয়ে , অবহেলার
আমার সমস্ত প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন
তাই শরীরের শবদেহ আছে কেবল।
তাহলে, তোমার কী আছে আর ?
এখনও যা আছে অবশিষ্ট, তাই যথেষ্ট
আমার আছে মেধার তেজ, মনের কষ্ট
যা দিয়ে আমি করব জয়, সব প্রতিকূলতার
বাধার পাহাড় আবার ডিঙিয়ে যাবার
ডানা মেলব ফিনিক্স পাখীর মত।
===========

Comments
Post a Comment