কবিতা ।। শারদ আগমনে ।। রাজকুমার ব্যাধ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

কবিতা ।। শারদ আগমনে ।। রাজকুমার ব্যাধ

 

শারদ আগমনে

রাজকুমার ব্যাধ 


তোমায় তো দেখি না আগের মতো স্নেহময়ী মা হতে
অনেক বদলে গেছ নীলাকাশের শুভ্র জলধর রথে;
সোনালী দিনগুলো আজ ক্ষত-বিক্ষত 
তোমাকে মা দেখি না আর আগের মতো;
আমার কল্পকথার পাখিরা ভিজে যায় অবিরাম ধারাপাতে
কাশফুল বড়ই কাতর এই জলমগ্নতাতে -

যারা কর্মহীনের প্রার্থনাতে দেয় না কান
জেনেছি বুঝেছি দানব দানবীর গাহ বুঝি গুণগান;
তুমি তো দেবতাদের বরে হয়েছ বলবান
আজকের তিলোত্তমারা দেবতাদের পায়নি বর-দান;
তারা তো কুটিল মনেদের কাছে শিকার হবেই বিদ্যমান !
তিলোত্তমাদের শরীর ও লজ্জা হয় ক্ষত
আর পিশাচেরা সামান্য ঘটনা বলেই দায় মুক্ত ;

শুনেছি তুমি আছ নাকি সর্বভূতে - তুমি জাগো মা
ন্যায়ের বিচার আসুক ফিরে -- বিচার পাক তোমার তিলোত্তমা। 

_________________
 
রাজকুমার ব্যাধ 
ভালুকা
জোয়ানিয়া ভালুকা
নদিয়া - ৭৪১৩১৭

No comments:

Post a Comment