কবিতা ।। গোধূলির শেষ সংলাপ ।। শংকর হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

কবিতা ।। গোধূলির শেষ সংলাপ ।। শংকর হালদার

 

গোধূলির শেষ সংলাপ 

শংকর হালদার 


সূর্যের রক্তিম লগ্নে,
গোধূলির শেষ আলোর চিঠি 
বিমুখ ভালোবাসা,ত্যক্ত ইতিহাস
কেউ মনে রাখে না ।

অর্থের মোহময় লালসা খাতির জমায় 
আর দাবি রাখে মান্দাসে ভাসা বেহুলা।
নেতানো শরীর,জীর্ণ চেতনায়...
কে যেন এঁকে দেয় নিরাশার ঠিকানা।
মাঠের পোক্ত জ্ঞান, জীবনে সঞ্চিত আদর্শ
ডুবে যায় গোধূলির নিছক ঠিকানায়।

পাতা ঝরা রিক্ত দুপুর
বাতাসে ভাসে দীর্ঘ আর্তনাদ
হরিৎ আঁচল ছায়ায় বেড়ে ওঠা
কাদামাখা শরীরে কত আদর 
কত স্নেহ,ভালোবাসা 
বোধহয় স্মৃতির সমুদ্রে নামেনি কেউ।
সমৃদ্ধ জীবন, রিক্ত আসনে বসিয়ে রিক্ত করি সত্তাকে। 

মুক্ত মাঠের বাহক 
খোলা আকাশের চড় 
রিক্ত হাতে ব্যথার চাদর গায়ে 
দিন সায়াহ্নের গর্তে ফেরা।
লুকোচুরি প্রেম, অর্থের হাসিকান্না 
নিমিষে মুখ লুকায় তমসা ভালোবেসে।

গণনার পাতা ধূ-ধূ বালুচর 
আসার পথ ধরে, ফিরে যাওয়া...
কে বা মনে রাখে কার ,সৌন্দর্যে নয় তীব্র আকাঙ্ক্ষায়...

জীবনের দৈনিক ইতিবৃত্ত শেষ হয়  
গোধূলির শেষ সংলাপে ।

        __________
 
শংকর হালদার
দাড়া, বকুলতলা, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, ৭৪৩৩৩৭

No comments:

Post a Comment