ইয়াসমিন বানু
তোমার ভাবনাতে
বৃষ্টি ছিল "নারী "
আমি বলেছিলাম, আমি
ধারণা বদলে দিতে পারি।।
বৃষ্টি ফোঁটা যখন
তপ্ত মাটি আলিঙ্গন করে
মাটির ভিতরের চাপা, সোঁদা ঘ্রাণ
তখন উপচে পড়ে
তারপর ডুবে যায়, ভেসে যায়
ধীরে ধীরে থেমে যায়,,,,
শান্ত, তৃপ্ত, পরম পাওয়ায়
তোমার মনে পড়ে......
সেই প্রথম ক্ষণ, আমার হাতে
ছোট্ট, এক হৃদয় আকৃতির বাক্সে
ছোট্ট এক গোলাপ
ঢাকা খুলেই
মন মাতানো খুসবু
আমি বলেছিলাম
আমার ভিতরের চাপা ঘ্রাণে
আজ তোমায় ভরে দিলাম
তুমি হয়তো ভেবেছিলে প্রলাপ।।
আকাশ কোণে মেঘ জমলে
আমার লাল - সবুজ চুড়ি
শব্দ সাজাতো
তুমি আসতে ঝমঝমিয়ে
শুরু হতো আমার
আলাপ, বিলাপ, সংলাপ।।
তুমি বলতে কবিতা লেখো
প্রয়োজনে আমায় ডেকো,,,,
তাই সেদিন থেকেই
তোমার অলক্ষ্যে
ধরেছিলাম লেখনী
বোধহয় তুমি দেখোনি।।
কত মেঘমল্লার তার সাক্ষী!!!!
বৃষ্টি ফোঁটা - সোঁদা মাটির
"যুগল যাপন "
বেশ তো চলছিল
তবে সহসা কেন
ছন্দপতন???
"বৃষ্টি " আজ তোমাকে
আমার বড়ো দরকার
ভিতরের চাপা ঘ্রাণ
আজও ঘুরে ফেরে
নির্বিকার।।
জীবনকবিতা বলা যে বাকি
কেন দিয়ে আছো ফাঁকি???
সময় ঘড়ি আপনি কাটে
কেবল শব্দ সাজে
পাটে পাটে
প্যালেট ভরা বৃষ্টি জল
আঁখিকোণ টলটল
আঁকবো শেষ ছবি
দুজনায়,,,
একটি বার, শুধু একটি বার
বৃষ্টি ফোঁটার সাদা চিকন চিকে
মুড়ে ফেলো না আমায়...
আছি সেই নিশ্চিত সত্যের
প্রতীক্ষায়।।
==============
ইয়াসমিন বানু
বেকবাগান, কলকাতা

Comments
Post a Comment