কবিতা ।। মায়া ।। সান্ত্বনা চ্যাটার্জি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, October 19, 2024

কবিতা ।। মায়া ।। সান্ত্বনা চ্যাটার্জি

 

মায়া

সান্ত্বনা চ্যাটার্জি

চলো,

যাবে নাকি ফিরে কালের গভীরে

আরো একবার !

দুটি প্রেম হারালো দুজনার মাঝে কালের ফেরে।

আমি ফিরে দেখি সে তুমি নেই

তুমিও খোঁজো আমায়!

সে তুমি কোথায় গেলে।।


ছিলে তুমি , ছিলাম আমি ও গোপন অন্তরে,

অবাস্তব ভাবনা ঘিরে

প্রেমের নেশায় মত্ত ,

যাচাই  করিনি সত্য।।

যদিও তুমি হারিয়েছ কায়া তোমার সে ছায়া

তবু আছে কাছে

অমিলের সাথে মিলে।


ভালোবাসা থাকে নিজেরই চিন্তনে

 নিজের স্বপ্নে গড়া 

হৃদয়ে তারই ছায়া।

মিলনে ছেঁড়ে মায়া বন্ধন

বাস্তবতার আঘাতে ভুল পথে।।


তুমি চলে গেছ ফিরিয়ে দিয়েছ সে স্বপ্নের মায়া।

যাই চলো  ফিরে সেই মায়া মন্দিরে কায়ার সাথে ছায়া।।


No comments:

Post a Comment