ইচ্ছেপাখি
সাইফুল ইসলাম
আমার ইচ্ছা লাগামবিহীন
দূরন্ত এক অশ্ব,
এক পলকেই ঘুরে আসে
দেশ-মহাদেশ, বিশ্ব।
নেই ডানা তার পাখির মত
নীল গগনে উড়ে,
অদৃশ্য এক শক্তিবলে
আসছে ঘুরে ঘুরে।
আপনমনে যায় যে কোথা
অচিন কোনো দেশে,
সবার খবর বয়ে এনে
সাগর-তটে মেশে।
চাওয়া পাওয়ার হিসাবখানি
সাদা পাতায় শূন্য,
কখন দেখি বেজায় খুশী
কখন যে মনঃক্ষুণ্ন।
গহীন বনে,নীল সাগরে
তুষার ঢাকা চূড়ায়,
স্বপ্ন সাজায় রংবেরঙের
আদিম কালের গুহায়।
আমার ইচ্ছা ছুটতে পারে
ঝড়-তুফানের বেশে,
দিচ্ছে ধরা চোখের পাতায়
রয়েছি যখন জেগে।
=================
সাইফুল ইসলাম, বর্দ্ধনপাড়া,বীরভূম
Comments
Post a Comment