রঞ্জন কুমার মণ্ডল
বর্ষা শেষে শরৎ হেসে
ধরাধামে আসে
মেঘের ভেলা খায় দোলা
শুভ্র মেঘ আকাশে।
রোদ ঝলমল মিষ্টি সকাল
স্বচ্ছ শরৎ হাসে
শিউলি ফোটে মধুপ ছোটে
মিষ্টি মৌ পিয়াসে।
সবুজ ঘাসে শিশির হাসে
বাতাসে হিম মেলে
শরৎ হাঁটে সবুজ মাঠে
ফসল হেসে দোলে।
নদীর চরে পুকুর পাড়ে
নেচেই হাসে কাশ
সফেদ হাসি বেজায় খুশি
প্রাণভরা উচ্ছ্বাস।
ঝিলের জলে পাপড়ি মেলে
শতেক শতদল
খুশির শরৎ বাজায় বাঁশি
চিত্ত যে চঞ্চল।
ফুলের রেণু শরৎ বেণু
আসে খুশির দিন
পুজোর ঘন্টা বেজেই ওঠে
তা ধিন্ ধিন্ ধিন্।
==================
রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ, মহেশতলা
জেলা -দক্ষিণ ২৪পরগণা।
পিন: ৭০০১৩৭.পশ্চিমবঙ্গ।
Comments
Post a Comment