নজরুলগীতি 'গঙ্গা সিন্ধু নর্মদা...'র প্যারডি ।। অরবিন্দ পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

নজরুলগীতি 'গঙ্গা সিন্ধু নর্মদা...'র প্যারডি ।। অরবিন্দ পুরকাইত



স্বপ্না ইন্দু অন্তরা...

 
(একটি প্যারডি। সুবিখ্যাত নজরুলগীতি 'গঙ্গা সিন্ধু নর্মদা...'র। সাধুস্থলে চলতি কেবল)

 অরবিন্দ পুরকাইত



স্বপ্না ইন্দু অন্তরা পূরবী বরুণা সই
রয়েছে বুঝি বা আগের মতন
ছন্দাতে সে ছন্দ কই।।

গৌণ, জব্দ এ মহাশয়—
সাধনা ছাড়া কি এ বউ হয়,
থাকি তার সাথে তাও হাসিমুখে 
চলিও তার মর্জি মতোই।।

আছে নয়ন সে দৃষ্টি নেই
অধরোষ্ঠে মিষ্টত্ব নেই,
মৃণাল বাহু সে মুগুর-প্রায়
কণ্ঠস্বননে মৌন রই।।

ভালবাসে ভীষণই আমায়
সে ভার বওয়া বিষম দায়,
সঙ্গী সদা সন্দেহ তার 
তুমি বিব্রত হও যতই।।

তোমরা জান না যাতনা কোন
প্রেমে পড়ে কবে দিয়েছি মন
সয়ে আছি, কত যাব যে সয়ে—
নেই তো মাত্র একটি বই।।

       *       *       *


No comments:

Post a Comment