কবিতা ।। চাওয়া পাওয়া ।। হৃষীকেশ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। চাওয়া পাওয়া ।। হৃষীকেশ ঘোষ

 

চাওয়া পাওয়া

হৃষীকেশ ঘোষ

 
কতশত গল্পের মধ্যে তোমাকে আমি খুঁজেছি,
বসন্তের পাতাঝরা বনে ,
কৃষ্ণ আর রাধাচূড়ার হলুদ লালের ফুলের খেলায় আমি তোমাকে খুঁজেছি, 
তটিনীর ধারে হাঁটতে হাঁটতে নদীর দিকে তাকিয়ে আমি তোমায় খুঁজেছি,
রাতের অন্ধকারে দীঘির বুকে আকাশের প্রতিচ্ছবিতে তারার মাঝে আমি তোমায় খুঁজেছি,
বৃষ্টি ঝরা দিনে ঝর ঝর বৃষ্টির ফোঁটায় আকাশের মেঘে ঢাকা কোলে আমি তোমাকে খুঁজেছি,
শীতের প্রভাতে কুয়াশাঘেরা প্রকৃতির বুকে বিন্দুবিন্দু শিশির কণায় আমি তোমাকে খুঁজেছি,
প্রখর গ্রীষ্মের সন্ধ্যায় হৃদয় জুড়ানো সমিরনের মাঝে আমি শুধু তোমাকে খুঁজেছি,
আজ পেলাম তোমায় খুঁজে হারিয়ে যাওয়া স্মৃতিগুলোর মাঝে...!
যে হাতে রেখেছো হাত, 
যদি দাও তুমি শত সহস্রবার আঘাত,
তবু আমি থাকবো তোমার অভিমানে,
আর তুমি থাকবে আমার 
বালিশের ভেজা রজনীতে !

No comments:

Post a Comment