ছড়া ।। সেদিন দেখি হাটে ।। দিলীপ কুমার মধু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

ছড়া ।। সেদিন দেখি হাটে ।। দিলীপ কুমার মধু

সেদিন দেখি হাটে

দিলীপ কুমার মধু

 
সেদিন দেখি হাটে
অশীতিপর এক বৃদ্ধা কুমড়োর ফালি কাটে,
দেখে থমকে দাঁড়াই
এক ফালি সেই কুমড়ো নিতে ডান হাতটা বাড়াই।

কতো প্রশ্ন মনে
উত্তর খুঁজে পাই না মোটে লোকের আগমনে,
দীর্ঘশ্বাস ফেলি
বৃদ্ধার দিকে তাকিয়ে একবার ধীরে যে পা ফেলি।

ঘন্টা খানেক ধরে
বাজার করি, কী যে করি ! মাথায় ভাবনা ঘোরে,
ঘরের দিকে পা
আমার মা আর বাজারের মা- একই তো সে মা।

পৃথিবীটা ঘোরে
হঠাৎ দেখি পৃথিবীটা আমার ঘরের দোরে,
পৃথিবীকে নমি
পৃথিবীকে আশ্রয় করে আমরা মিথ্যে ভ্রমি।
 
----------

দিলীপ কুমার মধু, মেমারি, পূর্ব বর্ধমান, পশ্চিম বঙ্গ, ভারত


No comments:

Post a Comment