কবিতা ।। করোনায় প্রতীক্ষা ।। মানিক ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, September 18, 2023

কবিতা ।। করোনায় প্রতীক্ষা ।। মানিক ঘোষ

 

করোনায় প্রতীক্ষা

    মানিক ঘোষ 


অতৃপ্ত আজ স্কুল আঙিনা
নেই কোন পদচিহ্ন,  
শূন্য ঘরে কাটিয়েছি কত 
ক্লান্ত অপরাহ্ন। 


নাইবা হল কথাবার্তা 
নাইবা হল দেখা ,
হৃদয় ভূমে রয়ে গেছে এক 
অনুভূতিময় রেখা। 


রেখা কখনো সরল কখনো বাঁকা 
কখনো তির্যকময়, 
নানা রূপ নেয় নানা সময় 
তোদেরই অপেক্ষায়। 


জীবনের তরী বাইতে হবে 
জানিনাকো কত কাল, 
থেমে যাবে আজ এখানেতে
নাকি দেখবে শুভ সকাল ? 


ঘুচে যাক এই ব্যবধান খানি 
আসুক নতুন দিন, 
নব উল্লাসে সুধিব তোদের 
পড়ে আছে যত ঋণ।। 

No comments:

Post a Comment