উঠতে দেবে না বলে
পিন্টু কর্মকার
ওরা কোনোভাবেই সফলতার ছাদ দেবে না বলে,
বিস্ময় ভেড়া জোটে সিংহ গর্জনে কারও পথ আটকায়
গোটা পৃথিবীটাই যদি পাঠশালা হয়
তবে অনেকেই ৱ্যাগিং এর শিকার।
জানেন তো কাউকে হারানোর কৌশল একটাই
অর্থনৈতিক অমাবস্যায় ভরিয়ে দাও তার চারপাশ।
তারপর তার মৌলিকগুন লুকিয়ে, নিন্দার টর্নেডো উড়িয়ে, সাধু ও সতীর মত একক খ্যাতি…
আর খ্যাতি হলেই ঘষামাজা পিতলও সোনা!
====================
পিন্টু কর্মকার, কসবা, তপন, দক্ষিণ দিনাজপুর, ৭৩৩১২৭, পশ্চিমবঙ্গ, ভারত,
Comments
Post a Comment