ছড়া ।। পলকে যায় টুটে ।। আনন্দ বক্সী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

ছড়া ।। পলকে যায় টুটে ।। আনন্দ বক্সী

পলকে যায় টুটে 

আনন্দ বক্সী


আমার যখন লাগে একা একা 
নদীর কাছে যাই চলে এক ছুটে 
তার পাশেতে বসে থাকি গিয়ে 
একাকীত্ব পলকে যায় টুটে। 

আপন বেগে বইতে থাকে নদী 
দিবস রাতি ব্যস্ত সকল সময় 
মানে না সে কোন রকম বাধা 
ফেলে রেখে মনের দ্বিধা ও ভয়।

তার কাছেতেই বলি মনের কথা 
নীরব থেকে শোনে সে মন দিয়ে
খুশি খুশি হয়ে ওঠে চিত্ত 
ঘরে ফিরি হালকা সে মন নিয়ে।

ভাঙা-গড়া চলতে থাকে নিত্য 
তার প্রবাহের গোটা পথটা ধরে 
চলার পথে যদি সে পায় বাধা 
নিজের চেষ্টায় পথটা তখন গড়ে।

দেয় না তো কেউ তাকে কোনো বাধা 
পাহাড় থেকে সাগরে যায় চলে 
আমায় কেন পরায় পায়ে বেড়ি?
ধমক জোটে না গেলে যে বলে।

================

No comments:

Post a Comment