প্রতিবাদী কবি আত্মা
প্রদীপ কুমার দে
অমাবস্যার রাত, একটা বিরাট আর্তনাদে ঘুম ভেঙে দেখি বোন সুমিতার ঘরে আলো জ্বলছে। দৌড়ালাম। গিয়ে চমকে উঠে দেখলাম বোন চেয়ার থেকে মেঝেতে পড়ে গেছে, মুখে রক্ত।
বাড়ির সকলে আর প্রতিবেশীদের সঙ্গে সঙ্গে ডাক্তার এল। পরীক্ষায় মৃত প্রমানিত। সন্দেহজনক। পুলিশ এল।
তখনও ঘরে মোবাইলে ভিডিও বানানোর জন্য উপযুক্ত লাইট জ্বলছিল। সবাই বুঝে গেল সুমিতা সম্ভবত কবিতার ভিডিও বানাচ্ছিল। পুলিশকে জানালাম সুমিতা লেখালেখি করতো আর তা চলতো মধ্যরাত পর্যন্ত।
পুলিশ মোবাইল, লাইট নিয়ে নিল, আমি চমকে গেলাম কবিতা লেখা কাগজটি দেখে, সবার অলক্ষ্যে সরিয়ে নিলাম। চিনতে অসুবিধা হল না আমাদের পাড়ার মৃত কবি দীনেশবাবুর হাতের লেখা।
তদন্ত চলছে। মোবাইলের তোলা ভিডিওতে দেখা যাচ্ছে সুমিতা যখন কবিতা আবৃত্তি করছিল তখন পিছন থেকে অস্পষ্ট একটি পুরুষ হাত সুমিতার গলা চেপে ধরছে ....
আমি জানি সুমিতা গল্প লিখতো কিন্তু কবিতা ভালো পারতো না। দীনেশবাবুর কবিতা খুব ভালোবাসতো। দীনেশবাবুর মৃত্যুর পর থেকেই ও প্রায়শই ওর কবিতা নিজের বলে চালাতো।
আমি এখন একেবারেই চুপ!
=============================
প্রদীপ কুমার দে
বিরাটী আবাসন
এল আই জি -৯
এম বি রোড
নিমতা
কোলকাতা -৭০০০৪৯
বিরাটী আবাসন
এল আই জি -৯
এম বি রোড
নিমতা
কোলকাতা -৭০০০৪৯
Comments
Post a Comment