ছড়া ।। ঘের টানে ।। মেশকাতুন নাহার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, September 20, 2023

ছড়া ।। ঘের টানে ।। মেশকাতুন নাহার

মেঘের টানে

মেশকাতুন নাহার 


মেঘ রে মেঘ ওরে ওই মেঘ 
সঙ্গে নিবি তুই?
ইচ্ছে করে তোরই সাথে আকাশটাকে ছুঁই।

মেঘ রে মেঘ কোথায় রাখিস
এমন শীতল জল?
দেখবো আমি সঙ্গী হয়ে  
চল না নিয়ে চল।

শুন রে মেঘ তোরই সাথে
করবো আমি মিল,
রঙিন ইচ্ছার ডানা মেলবো
হয়ে রে গাংচিল।

আবেশ মাখা পবন এসে
ছুঁয়ে দিবে প্রাণ,
মেঘ রে মেঘ আয় না যুগল
শূন্যে করি স্নান।

মেঘ রে মেঘ চল না উড়ে 
উঁচু গিরির গায়,
যেখান থেকে ভোরের সূর্য 
দেখতে পাওয়া যায়। 

সবুজ ঘেরা বুনো ফুলে 
অদ্ভুত নেশার টান,
মেঘ রে মেঘ শুনতে কি পাস
জোনাকিদের গান?

তোর চোখেরই জলে বাঁধবো 
রিনিঝিনি এক সুর,
মেঘ রে মেঘ তুই রাজ্য থেকে 
করে দিস না দূর।
==============

মেশকাতুন নাহার 
প্রভাষক সমাজকর্ম 
কচুয়া,চাঁদপুর।

No comments:

Post a Comment