সমর আচার্য্য
শাশুড়ি বৌমার ঠোকাঠুকি চলছে কালে কালে
কার দখলে থাকবে সংসার থাকে সেই তালে
শাশুড়ি দেয় বৌমার দোষ
বৌমা রেগে করে ফোঁস
চিন্তা ভাবনায় ভাঁজ পড়ে পুত্র ব্যাটার ভালে।
হাঁড়ি কলসির ঠোকাঠুকি নতুন কিছু নয়
এক ঘরে থাকলে পরে এমন হতেই রয়
বুঝে সুঝে চলে যারা
দিনের দেখা পায় তারা
ঠুনকো দেহ ভেঙে গেলে ডেকে কথা কয়।
বউ আর মায়ে মিলে করে কাড়াকাড়ি
কে আগে করবে আদর কত তাড়াতাড়ি
আদরের ঠ্যালায় হয়ে নাকাল
ঘোলা জলে ধরে পাকাল
কান্ডখানা করে যা ওরা বড্ড বাড়াবাড়ি।
এমন করেই চলছে দিন কাল থেকে কালে
চলছে মানুষ চলছে কেমন তাল মিলিয়ে তালে
যতই হোক ঝগড়া ঝাঁটি
যতই করুক কান্নাকাটি
বাঁচবে তারা বাঁচবে আবার চুমু দিয়ে গালে।
Comments
Post a Comment