অরবিন্দ পুরকাইত
নবীন লেখক, তোমায় বলি,
বইবে কেন পরের থলি?
সেই সময়টা পড়ো বরং বই।
অতীত থেকে সমকালীন—
বিচরণ করো হে স্বাধীন,
পারলে লেখো, হোক না চলনসই।।
পাঠকসত্তা পথ দেখাবে
ভাবনারা যোগ্য রূপ পাবে,
নিজের উপর আস্থা উঠবে গড়ে।
পরের কলকেয় তামাক কেন?
তুমি হেলাফেলার যেন!
ঋণের নামে বেঁধো না নিগড়ে।।
তল্পিবাহক হোয়ো নাকো
বরং তাঁদের পড়তে থাকো
ভালটা নাও, দ্বিমত হলে বলো।
তোমার লেখায় দেবে দিশা
শত শত মন-মনীষা
পথটি কেটে নিজের মতো চলো।।
অভিজ্ঞতা আপন হলে
নিবিড় পাঠে সোনা ফলে—
পরিবেশন অনুশীলন পেলে।
প্রয়োজনে তর্ক করো
তোষামোদ নয়, সত্য ধরো—
হোক না বিরূপ, আখেরে লাভ মেলে।।
==============
অরবিন্দ পুরকাইত,
গ্রাম ও ডাক — গোকর্ণী,
থানা — মগরাহাট,
জেলা — দক্ষিণ চব্বিশ পরগনা।

Comments
Post a Comment