কবিতা ।। একাই ভীষ্ম ।। সৌমেন্দ্র দত্ত‌‌‌ ভৌমিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। একাই ভীষ্ম ।। সৌমেন্দ্র দত্ত‌‌‌ ভৌমিক

একাই ভীষ্ম

সৌমেন্দ্র দত্ত‌‌‌ ভৌমিক 


ঝাঁপ দিলাম মরণ কূয়ায় 
হেলাফেলা নয় নব্যদৃশ্য 
ব্যথায় বুঝিবা কান্না নেই 
দাঁড়িয়ে বীর একলা ভীষ্ম।
তোমার বুকে বিঁধল শেল 
হতেও পারী যোগ্য সাথী
সিধেসাধাহীন রাস্তাটিতে 
ছড়িয়ে বহু দুখের কাঠি 
ঝঞ্ঝা জেনেই পা বাড়ানো 
তাতেই হাসির ছয়লাপ,
শিউরে উঠেও শিহরণেও
নেইতো লেগে কোনই পাপ।
নিষ্পাপ এই যাপন মাঝে 
পুড়িয়ে ফেলি মরুর ছবি 
বাদবাকি লাভ নোংরা ছেঁচে 
বের করে নেয় সুস্থ ভবী ।
ইচ্ছে হলেই হও না শিষ্যা 
পাদপ্রদীপের আলোয় নিঃস্ব 
দেখবে কিছুই যায় নি খোয়া 

দাঁড়িয়ে আছে একাই ভীষ্ম।

--------------------




No comments:

Post a Comment