প্রহর গোনা
প্রণব কুমার চক্রবর্তী
একে একে
সব ফুল সব পাতা ঝরে গেছে
তবু
বাগানের সেই স্বপ্ন-গাছটা
এখনও দাঁড়িয়ে আছে
ওই স্বপ্ন গাছটাকে দেখে দেখেই
আমার বুকের ভেতরে
জ্বলে ওঠে
এক সাংঘাতিক রিপুর দহন
স্পর্শ শিহরিত
আমি ভগ্ন বিশ্বাসের পদভুমিতে দাঁড়িয়ে
সন্ত্রাসী আতঙ্কে
সারাক্ষণ কাঁপছি আর
প্রহর গুনে চলেছি
বর্ণময় বিশ্বাসের ফিরে আসবার সময় ...
=================
প্রণব কুমার চক্রবর্তী
এইচ এন রোড , গোল বাগান , কুচবিহার
পিন - ৭৩৬১০১

Comments
Post a Comment