মেঘ, তোর সাথে কথা আছে
বন্দনা পাত্র
ও মেঘ, তুই চেনা পথে একলা কেন বল্...?
বল না রে তুই কে করেছে তোর সাথেতে ছল্?
কার সাথে তুই শপথ নিয়ে ভাসিস আকাশ বুকে?
নয়ন খুলে বৃষ্টি ভিজিস মাটির 'পরে ঝুঁকে....
তোর নয়নের জল যেন ঐ অঙ্গনে...
বারিধারা সামাল সামাল প্রতিদিনে....।
মেঘ তোর সঙ্গে আমার কথা আছে
বৃষ্টি এলে ভিজব যখন তোর কাছে,
বলব আমি চুপি চুপি দিবা গর্জনে...
আকাশ ডাকে যখন তখন বৃষ্টি বরণে।
চুপকথাটি নীল আকাশে ভাসবে তখন একলা
মেঘের গায়ে
ছল্ করা সেই বৃষ্টি ভেজা আকাশ নূপুর পায়ে,
শপথ করা বান্ধবী তোর মেঘের শ্রাবণে
ভিজবি দুজন মেঘবালিকা আকাশ নির্বাসনে।
মেঘ, তোর সাথে আজ কথা আছে একটু গোপনে
বৃষ্টি হয়ে নামবি যখন বসন্ত প্রেমের সমীকরণে....
শ্রাবণ হয়ে ঝরবি তখন অভিসারী এই মনে.....
সব কথা তো হিয়ার মাঝে মেঘ বৃষ্টির নির্বাসনে।।

Comments
Post a Comment