কবিতা ।। গলাবাজ ।। সুজন দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2024

কবিতা ।। গলাবাজ ।। সুজন দাশ

গলাবাজ 

সুজন দাশ 


গলাবাজি যারা করে 
কাজ করে না তারা কভু, 
গায়ের জোরে শাসায় সমাজ
নিজকে ভাবে মাথাও প্রভু। 

রক্ত পেলে কাটে ওরা 
স্বার্থ ছাড়া কয়না কথা, 
নিজের ঢাকটি পেটায় নিজে 
প্রচার করে যথা তথা। 
 

ধার ধারে না ন্যায় ও নীতির 
অন্য লোকের দোষও ধরে,
বিপদ এলে রয়না কাছে 
সুযোগ বুঝে সটকে পড়ে । 

দায়টা কারো চায় না নিতে 
দেয় ফতোয়া উল্টো আরো, 
তেড়ে আসে মারতে আবার
দোষ যদি পায় অমনি কারো।  

গলাবাজির জোরে তারা 
সত্যকে দেয় মিথ্যা করে, 
মিথ্যা কথায় নাচে আবার
ভুলটি থেকেও যায় না সরে।

==============
সুজন দাশ 
আটলান্টিক সিটি, নিউজার্সি, 
যুক্তরাষ্ট্র।

No comments:

Post a Comment