মিথ্যা নয় আর
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
মিথ্যা দিয়ে যায় না ঢাকা
সত্যকথাকলি,
সবাই মিলে আমরা এবার
সত্য কথাই বলি।
মিথ্যা হলো আঁধার কালো
শতেক রকম ভয়,
সত্য কথা কষ্ট হলেও
আনবে ঘরে জয়।
মিথ্যা বললে সংশয় থাকে
মন হয় খুব ভীত,
সত্যটা একদিন না একদিন
হবেই প্রকাশিত।
একটা মিথ্যা চাপা দিতে
মিথ্যার টানাটানি,
জানতে পারলে সত্যকথা
ঘটবে মানহানি।
মিথ্যা কথা আর বলো না
কারণ অকারণ,
সত্যের শক্তি অসাধারণ
সত্য শিব সুন্দরম।
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
জগদীশ মন্ডল।।নতুন পুকুর রোড।।চড়কডাঙা।।পোস্ট::বারাসাত।।কলকাতা::700124.ফোন::8240868351.
Comments
Post a Comment