মা আসছে
সাইফুল ইসলাম
কালো মেঘ আর দেখছি না তো
তুলোর পাহাড় ভাসছে,
যেদিকে চাই শুভ্রবরণ
মাথা তুলে হাসছে।
আকাশ হাসে বাতাস হাসে
হাসে নদীর কাশ,
মরাল সুখে সাঁতার কাটে
শিশির ভেজা ঘাস।
জলের থেকে মাথা তুলে
কমলকলি চায়,
কোথা গেল মেঘের গর্জন
কোথা সে লুকায়।
হিমের পরশ লাগছে গায়ে
খুশীতে ভরা মন,
আনন্দে ধান দুলায় মাথা
শীতল সমীরণ।
শিউলি ফুলে মিষ্টি সুবাস
শান্ত হাওয়ায় ভাসছে,
কানে আসে ঢাকের বাদ্যি
তবে কী মা আসছে?
---------------------_----------------------------------------
বর্দ্ধন পাড়া,পঞ্চহর
বীরভূম
মোবাইলঃঃঃ৯৬৪১৭৭০০১৯

Comments
Post a Comment