মহাদেবীর আগমনে
নির্মল কুমার সিংহ
শারদ প্রভাতে অমল শোভাতে আলোকের মঞ্জিরে।
মহেশ ঘরনী মহিষমর্দ্দিনী আসেন অবনী'পরে।।
মা'র আগমনে সাবাকার মনে আনন্দ দোলা লাগে।
বনে-উপবনে লতা ও বিতানে বর্ণবিলাস জাগে।।
নীল অম্বরে থরে ও বিথরে শুভ্র মেঘের ভেলা।
টগরের বনে মধুগুঞ্জনে মউলোভীদের মেলা।।
শিউলির ডালে কলিগুলি ঝোলে হাসি মুকুলিত মুখে।
অপরাজিতার বর্ণবাহার চিত্ত ভরায় সুখে।।
তটিনীর তটে হিল্লোল ওঠে নাচানাচি করে কাশ।
শিশির কণায় আল্পনা দেয় শ্যামল দুর্বা ঘাস।।
সরোবর জলে শতদল মেলে পদ্মের হাসি ঝরে।
একতারা হাতে উদাস কন্ঠে বাউলেরা গান করে।।
দক্ষিণাবায় দোলা দিয়ে যায় কচি কচি ধান গাছে।
তরু শাখে শাখে বিহঙ্গ ডাকে মনোহর পরিবেশে।।
মরাল মরালী করিছে মিতালী দীঘির অতল জলে।
অপরূপ শোভা বড়ো মনোলোভা প্রকৃতির অঞ্চলে।।
স্বপ্নালোকে ভরা সসাগরা ধরা পুলকিত অন্তরে।
মঙ্গলগীতে শঙ্খধ্বনিতে দেবীকে বরণ করে।।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
নির্মল কুমার সিংহ
দেওয়ানগঞ্জ, হুগলী

Comments
Post a Comment