গল্প ।। ইন্দ্রানীগুহ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, October 18, 2020

গল্প ।। ইন্দ্রানীগুহ

অজস্র ভালোবাসার গল্প


অনেকদিন পর তোমায় নিয়ে লিখছি। 
প্রারম্ভিকের কথা নাইবা বললাম।
কেনইবা বলবো বলো?
তুমি তো ভালো থাকার জন্যই আমার হাত শূন্য করে অন্য কারো হাতে হাত রেখেছ।
তোমার তো সুখেই থাকার কথা তাই জানতে চেয়ে বিভ্রান্তি করবোনা।ভালো থাকার জন্যই তো প্রতিজ্ঞা ভঙ্গ করে হাত রেখেছ অন্য কারো হাতে।
 অন্য কারো হাতে হাত রেখে পারি  জমা ও অজানার সাগর।
আমি তো আর তোমার হাতে হাত রেখে অজানা সাগর পাড়ি দেয়ার যোগ্য ছিলাম না।
আমি তো তোমাকে নিয়ে ছোট শীতলরক্ষার নদীতীরে ঘেসে থাকা কাশফুলের সাথে কথা বলতে বলতে পারাপারে অভ্যস্ত। আমি তো অযোগ্য অসময়ের প্রেমিক ছিলাম মাত্র।
যাকে তুমি কুড়েঘরে ঘর বাঁধবার স্বপ্ন বুনতে শিখিয়েছিলে।
সেই  কুড়োঘরের ঘর ভোরের আলো ভেবেছিলাম তোমায় আমি।
ভেবেছিলাম প্রচন্ড উষ্ণ তাপের হিমেল হাওয়া হবে তুমি।
কিন্তু হঠাৎ একটা দমকা হওয়ার আবির্ভাব এনে দিয়ে উড়িয়ে দিলে ওই কুরেঘরে সাথে মিশে থাকা আমাদের সকল স্বপ্ন গুলোকেও।
ঝড় হাওয়া যাবার বেলায় বলে গেলো এখানে অট্টালিকার প্রাসাদ গড়তে হবে,সেদিন থেকে আমার সমস্ত স্বপগুলো ধুলোর সাথে খেলা করে।
এখন তোমাকে এখানে বড্ড বেমানান।
কারণ এখানে যে সেই অট্টালিকা গড়ার কাজেই লেগে আছি।
হতে পারি স্বার্থের কাছে হেরে যাওয়া অযোগ্য প্রেমিকা আমি। অকৃতজ্ঞ হয়ে বলবোনা যে তুমি কিছু দিয়ে যাওনি।
আমায় অনেক কিছু দিয়েছো,অনেক কিছু শিখিয়েছো যা স্মৃতির দেওয়ালে  আষ্ঠে পৃষ্টে লেপ্টে আছে।
এটা নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেবো।
এমনটা মুটেও ভেবোনা,কারণ তোমার বলা অট্টালিকা গড়ার কাজে এতটাই মগ্ন হয়ে পড়েছিলাম যে,কখন যে নিজেই বদলে গেছি বুঝতে পারিনি ।
জানো কতটা বদলেছি????
চোখের সামনে মানুষের কুকর্ম  আর কুৎছিত মস্তিকে খেলা দেখেও চুপ থেকে ভালো থাকতে আর নিজেকে ভালো রাখতে শিখে গেছি।
তারপরেও যেভাবেই হোক ভালো থেকো তুমি
তোমার এটাই তো শুধু চাই ।।।।।।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ইন্দ্রানী গুহ
১০৪ বি টি রোড কলকাতা ৭০০১০৮



No comments:

Post a Comment