নিসর্গ নির্যাস মাহাতো কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

নিসর্গ নির্যাস মাহাতো কবিতা





৫.  কৃষ্ণকলি


আতুর চোখের মধ্য থেকে
রজনীগন্ধা সরিয়ে নিলে
আতর মলিন হয়।
ছোপ দাগ জেগে ওঠে
কাজলের নীচে।
আরও কালো ঘন হয়,
চিড় ধরা প্লাবণের পর।

৪. মৃণালিনী ও কাদম্বরী


শত পুরুষ বুক বাঁধে
মৃণালিনীর স্বপ্নে,
কানাঘুষো প্রেমের কলঙ্কিনী
প্রাণ রসদ কাদম্বরী।
মৃণাল নির্মল চাঁদ-
কঠোর সাধনা।
বুক ভাসা প্রেমিকের হয়ে
রবি স্বর-
উপেক্ষা ক্ষমা করো।
===================

নিসর্গ নির্যাস মাহাতো
বি ৮, কেরানীটোলা, মেদিনীপুর
সূচক- ৭২১১০১

No comments:

Post a Comment